রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ৯২ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ক্রিজে টিকে আছেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। দুজনই হাঁকিয়েছেন ফিফটি। ৪ উইকেটে ১৯৯ রান নিয়ে তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শুরু করে বাংলাদেশ। ক্রিজে টিকে থাকা মুশফিকুর রহিমের সাথে যোগ দেন সাকিব আল হাসান। মুশফিক ধীরেসুস্থে আগালেও সাকিব কিছুটা চালিয়ে খেলেছেন। তবে সাকিবের ইনিংসটা খুব একটা লম্বা হয়নি। ১৬ বলে ১৫ রানের ইনিংস খেলে দলীয় ২১৮ রানের মাথায় বিদায় নেন সাকিব। তবে টিকে ছিলেন মুশফিক। সাকিবের বিদায়ের পর ক্রিজে আসেন লিটন দাস। মুশফিক এবং লিটন দাসের জুটিতে চড়ে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস। দুজনের কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে স্থিতিশীল ছিল টাইগারদের ইনিংস। ধীরেসুস্থে এগোতে থাকা মুশফিক শেষ বিকেলে ছুঁয়েছেন ফিফটি। আরেক দিকে লিটন কিছুটা চালিয়ে খেললেও কোনো বিপদ হতে দেননি। লিটন-মুশফিকের জুটিতে চড়ে ৩০০ রান পার করে বাংলাদেশ। নাসিম শাহের এক ওভারে ৩ চার এবং ১ ছক্কায় ১৮ রান নিয়ে ফিফটি ছুঁয়ে ফেলেন লিটন। মুশফিক-লিটনের দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত এক সেশন কাটায় বাংলাদেশ। ৯২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ১৩২ রান। ১২২ বলে ৫৫ রান করে অপরাজিত আছেন মুশফিক। ৫৮ বলে ৫২ রান করে ক্রিজে টিকে আছেন লিটন। পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন খুররাম শেহজাদ। ১টি করে উইকেট তোলেন মোহাম্মদ আলী, নাসিম শাহ এবং সাইম আইয়ুব।