ময়মনসিংহের গফরগাঁওয়ে তরুণ সাহিত্য সাংস্কৃতিক আসর-২০২৪ উপলক্ষে কুইজ ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে তরুণ, গফরগাঁও উপজেলা শাখা এর উদ্যোগে শিশু-কিশোরদের মাঝে জ্ঞান সমৃদ্ধির লক্ষ্যে
এ আয়োজন করা হয়। কুইজ ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
সংগঠনের পরিচালক মাজহারুল ইসলাম আলভীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাংবাদিক মোফাজ্জল আনসারী।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক এস এম সাহীদ, গফরগাঁও উপজেলা শাখা তরুণ এর নির্বাহী পরিচালক ফাহিম ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তরুণ এর সদস্য ইমরান হাসান ওয়াহিদ প্রমূখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তরুণ এর পরিচালক তাহসিন আহমেদ মাহি ও ফাসিহুল ইসলাম তাফহীম, অ্যাডভোকেট আতিকুর রহমান হীরা, সাংবাদিক কামরুজ্জামান লিটন ও সারোয়ার ফরাজী প্রমূখ।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।