বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লিগণ শুক্রবার দুপুর দুইটার দিয়ে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সমূখে জরোহয়। তার পরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শুক্রবার বাদজুমা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আগৈলঝাড়া উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে আগৈলঝাড়া বিএইচপি একাডেমি সমূখে সমাপ্ত হয়। এর পারে বিএইচপি একাডেমি সমূখে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আমাদের প্রতিবেশি রাষ্ট্র ভারোত আমাদের সাথে একের পর এক আগ্রাসন করে আসছে। তারা পানি ছেড়েদিয়ে আমাদের মানুষ ভাষিয়ে দিচ্ছে। আমাদের স্বাধীন দেশের উপরে আগ্রাসন চালাছে। বাংলার মানুষ চুপথাকবেনা। এ সময় বক্তারা বলেন, আমার দেশের হিন্দুরা সকলে ভালো আছে নিরাপদে আছে। আমারা বাংলাদেশে যারা আছি তারা বাংলাদেশি হয়ে বসবাস করতে চাই। বক্তারা এ সময় বলেন, কেউ ভারতের দালালি করবেন না। ভারতীয় পন্ন বয়কটের জন্য বাংলার জনগনেরপ্রতি আহবান জানায়।
সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহবায় কমিটির সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ মো. বখতিয়ার, গৈলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো.সরল মোল্লা, আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো.ফজলুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা ও আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো. রাতুল ইসলাম সাহেদ সহ অনেকে।