গত ২৩ আগস্ট ২০২৪ সকাল ১০টায় জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগরের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ২১৮ মমতাজ মার্কেট মিডফোর্ট (৪থ তলা), ঢাকা অনুষ্ঠিত হয়। ওই অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির নবনির্বাচিত সভাপতি জনাব হযরত আলী মোল্লা।
সভায় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর সর্বসম্মতক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। ১. দোকান ও প্রতিষ্ঠান আইন বাস্তবায়ন, ২. দোকান কর্মচারীদের নিয়োগপত্র ও পরিচয়পত্র বাধ্যতামূলক দিতে হবে। ৩. দোকান কর্মচারীদের সাপ্তাহিক ছুটি দেড়দিন করতে হবে। ৪. যখন-তখন কর্মচারী ছাটাই বন্ধ করতে হবে এবং ৫. দোকানকর্মচারীদের জন্য মজুরি বোর্ড গঠন করে কর্মচারীর মজুরি ঘোষণা করার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।
উক্ত অভিষেক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবুল। সভা পরিচালনা করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের ঢাকা নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব দিদার হোসেন, বক্তব্য রাখেন ঢাকা শহরের বিভিন্ন মার্কেটের শ্রমিক-কর্মচারীরাবৃন্দ। উপস্থিত ছিলেন পরেশ মজুমদার, জাহাঙ্গীর আলম, মোঃ হালিম, মোঃ ফজল হক, বাবুল বেপারী, সিদ্দিকুর রহামন, আয়ুব আলী, মোঃ হোসেন প্রমুখ।