জনরোষের ভয়ে গত ৫ আগস্ট থেকে অফিসে আসেনা নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের কৌড়িখাড়া জোনাল অফিসের ডিজিএম ওহিদুজ্জামান। সাধারন গ্রাহকদের সাথে র্দুব্যবহার,দলবাজি,দুর্নীতি জনিত কারণে শেখ হাসিনা সরকারের পতত্যাগের পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। চরম দুর্ভাগে পড়েছে হাজার পল্লী বিদ্যূৎ গ্রহক, জোনাল অফিসের এজিএম চন্দ্র শেখর গাইন বলেছেন হয়তো অসুস্থতার কারণে তিনি অফিসে আসেননা। তবে কবে নাগাদ তিনি অফিসে আসতে পারবেন তাও তিনি বলতে পারছেননা।
নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসে ইঞ্জিনিয়ার মো: হুমাউন কবির বলেন, আমাদের ডি,জি,এম সাহেব অফিসের সবার সাথে বৈষম্যমূলক আচরণ কর্মকর্তা-কর্মচারিদের চাকরিীর খাওয়ার হুমকি দিতেন। তিনি কেবল আমাদের সাথেই নয়,পাবলিকের সাথে র্দুব্যবহার করতেন। আজ ১৮ দিন ধরে অফিসে আসেনা ডিজিএম।
নেছারাবাদ পল্লী বিদ্যুতের কৌড়িখাড়া জোনাল অফিসের এ,জি,এম মো: রাসেল জানান, অফিসের ডি,জি,এম ওহিদুজ্জামান খুবই রাগন্মিত লোক। তিনি মুলত অফিসের তার অধস্থন কারো সাথে ভাল ব্যবহার করতেননা। পাবলিকের সাথেও তার রিলেশন ভাল নয়।
অফিস সূত্রে জানা গেছে, আনুমানিক তিন বছর পূর্বে নেছারাবাদ কৌড়িখাড়া জোনাল অফিসে ডি,জি,এম হিসিবে যোগদান করেন ওয়াহিদুজ্জামান। কর্মস্থলে যোগদানের পর থেকে নানা অনিয়ম,ক্ষমতাসিনদের সাথে সখ্যতা,অফিস ষ্টাফদের সাথে র্দুব্যবহার করে খেয়াল খুশি মত অফিস করতেন তিনি। যে কারণে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থেকে আত্মগোপনে গেছেন তিনি। তার ব্যাক্তিগত ফোন নাম্বারটি বন্ধ রয়েছে।
অনুসন্ধানে জানাযায়,গ্রাহকদের অভিযোগ ভৌতিক বিদ্যুৎ বিল, মিটার সংযোগের জন্য সরকারি টাকা জমা দিয়েও মিটার বিড়ম্বনা সহ যা ইচ্ছে তা ব্যবহার করতেন ডি,জি,এম ওয়াহিদুজ্জামান। এ নিয়ে অফিসে গেলে ডি,জি,এম ওয়াহিদুজ্জামানকে কিছু বলতে গেলেই লাঞ্চিত হয়ে ফিরে আসতেন ভুক্তভোগী গ্রাহকরা।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান জামান জানান, তিনি যে অফিসে আসেননা তা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখব।