পাবনার সুজানগরে পদ্মা নদীতে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। এতে উপজেলার নাজিরগঞ্জ, সাতবাড়ীয়া, মানিকহাট এবং ভায়না ইউনিয়নের নদীপাড়ের বাড়ি-ঘর, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, মৎস্য আড়ত ও মূল্যবান গাছপালা ভাঙ্গনের কবলে পড়েছে। নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান জানান, গত সপ্তাহে পদ্মায় ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। পদ্মার বড় বড় ঢেউ পদ্মাপাড়ের বাড়ি-ঘরে আছড়ে পড়ছে। এতে পদ্মাপাড়ের হাসামপুর, বরখাপুর, নাজিরগঞ্জ মহনপুর, ইন্দ্রজিতপুর এবং গোয়ারিয়া বাজারসহ বেশ কয়েকটি গ্রামের অর্ধশত বাড়ি-ঘর ও গাছপালা ভাঙ্গনের কবলে পড়েছে। সেই সঙ্গে ভাঙ্গনের কবলে পড়েছে নাজিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস ও পুলিশ ক্যাম্প। সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন পদ্মায় পানি বৃদ্ধির কারণে ইউনিয়নের গুপিনপুর ঈদের মাঠ, সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারুহাটি গ্রাম এবং সাতবাড়ীয়া মাছের আড়ৎসহ আশপাশের বেশ কয়েকটি গ্রামের শতাধিক বাড়ি-ঘর এবং গাছপালা ভাঙ্গনের কবলে পড়েছে। একই কথা বললেন মানিককহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম। তিনি বলেন ইউনিয়নের মাছপাড়া গ্রাম, রাইপুর বাজার মসজিদ, বিলমাদিয়া মসজিদ ও রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনের মুখে পড়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ওই সকল বাড়ি-ঘর, গাছপালা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সুজানগরের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে। উপজেলার মাছপাড়া গ্রামের পদ্মাপাড়ের বাসিন্দা ওসমান আলী বলেন আমার বাড়ি একদম পদ্মা নদীরপাড়ে। যেভাবে পদ্মার ঢেউ ধাক্কা মারছে তাতে যেকোন সময় আমার বাড়ি-ঘরসহ আশপাশের বাড়ি-ঘর ও মূল্যবান গাছপালা নদীতে চলে যেতে পারে। সাতবাড়ীয়া এলাকার মাছ ব্যবসায়ী বাচ্চু প্রামাণিক বলেন সাতবাড়ীয়া নদীপাড়ের মৎস্য আড়ত ভাঙ্গনের কবলে পড়েছে। ভাঙ্গন অব্যাহত থাকলে যেকোন মুহূর্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন খোঁজ-খবর নিয়ে ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে।