লালমনিরহাট পাটগ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে লাথি মেরে আমির হোসেন (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকেলে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম ফজর আলী প্রামানিক। জানা যায় যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ী তালপট্টি এলাকার বাসিন্দা আমির হোসেনের পুকুরে মাছ ধরতে থাকে প্রতিবেশী চান্দু মিয়া। আমির হোসেন চান্দুকে মাছ ধরতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে চান্দু আমিরের অন্ডকোষে লাথি মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমির হোসেনের। এ ঘটনার পর থেকে চান্দু মিয়া পলাতক রয়েছে। এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।