দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা গ্রামের আবদুল হামিদ খানের পুত্র মোঃ শায়েস্তা খান ইয়াবা ট্যাবলেট ও নেশা দ্রব্য আনতে গিয়ে নেশা দ্রব্যসহ সেনাবাহিনীর সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছে বলে জানা গেছে। আইন প্রয়োগকারী সংস্থা সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের ফরমাইশখানা গ্রামের আবদুল হামিদ খানের পুত্র মোঃ শায়েস্তা খান চট্টগ্রামের কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য নেশা দ্রব্য কিনে নিয়ে আসার পথে ওই এলাকায় টহলরত ও আভিযানিক চৌকস সেনাবাহিনীর টিমের হাতে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তিতে স্থানীয় থানার মাধ্যমে তার ব্যাপারে খোঁজ নেওয়াকালে এ তথ্য জানাজানি হয়ে পড়ে। একটি সূত্র থেকে জানা যায়, গত মঙ্গলবার সেনাবাহিনীর সদস্যদের হাতে গ্রেপ্তারকৃত শায়েস্তা খান দিঘলিয়ার একটা প্রভাবশালী ও শক্তিশালী মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তার এ ব্যবসার সাথে এলাকার আরো পর্দার আড়ালে লোকজন জড়িত আছে। যা তদন্ত হলে বেরিয়ে আসবে এমনটাই জানিয়েছেন এলাকার বিজ্ঞমহল।