বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ আওয়ামী লীগের শাসন আমলে গণহত্যাকারীদের বিচার দাবিতে নড়াইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে নড়াইল চৌরাস্তা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়াদাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সানিসহ অনেকে। বক্তারা বলেন, ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী আওয়ামী লীগ সরকার বিদায় নিয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়েছেন। এই গণহত্যাকারীদের বিচার করতে হবে।