গাজীপুরের কাপাসিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় প্রতিবাদ ওবিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন। ২২ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত বুধবার দিবাগত রাতে বারোটার দিকে কিছু দুষ্কৃতিকারী ভাস্কর্যতে ভাঙচুর চালায়। উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে কাপাসিয়া থানার দক্ষিণ পাশে উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে 'মুক্তির উল্লাস' নামে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, একাত্তরের শত্রু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী গতকাল (বুধবার) রাতে এই ভাস্কর্যে ভাঙচুর চালায়। অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে এই হামলার বিচারের দাবি জানান। এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু। কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুবকর মিয়া বলেন, ভাস্কর্যে হামলার ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।