ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সমাজসেবা অধিদপ্তর বৈষম্যমুক্ত ৫ দফা দাবী নিয়ে অবস্থান কর্মসূচি ও লাল ব্যাচ ধারন কার্যক্রম অব্যাহত রেখেছেন। কর্মসূচীটি ১৫দিন পর্যন্ত বলবৎ রাখা হবে বলে জানা গেছে। চলমান কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় ওই অফিস প্রাঙ্গনে কর্মকর্তা-কর্মচারীরা জড়ো হয়ে তাদের দাবী দাওয়া তুলে ধরেন। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ তালুকদারের নেতৃত্বে ১৫দিন ব্যাপী অবস্থান কর্মসূচীটি সম্পন্ন হচ্ছে। এ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে অংশ নিচ্ছেন, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার আসাদ শেখ, অফিস সহকারী মোঃ ফারুক হোসেন, ইউনিয়ন সমাজকর্মী মোঃ হুমায়ুন ফরিদ, মোঃ শাহাদাৎ হোসেন, কারিগরি প্রশিক্ষক মোঃ আহসান হাবিব ও হালিমা বেগম প্রমূখ। জানা যায়, ওই অধিদপ্তরের দাবী সমূহ হলো-বিসিএস (সমাজসেবা) ক্যাডারে পদ সৃজন করা। সহকারী পরিছালক থেকে পরিচালক পর্যন্ত বেতন স্কেল আপগ্রেডেশন করা। নবম থেকে ৬ষ্ঠ গ্রেডের পদোন্নতিযোগ্য পদ সৃজন করা। পরিচালক থেকে সব পদে প্রেষন বাতিল করে মেধা ও যোগ্যতা বিচারে দ্রুত পদোন্নতি নিশ্চিতকরন। টাইম স্কেল প্রদানের ক্ষেত্রে চাকুরীকালিন সময় গননায়ন ও নৈশ প্রহরীর পদটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা। এসব ৫দফা দাবী নিয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তর গত রোববার থেকে ১৫ দিন ব্যাপী অবস্থান কর্মসূচি পালন ও লাল ব্যাচ ধারন করে চলেছেন বলে জানা যায়।