রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার চাঁদাবাজ গুন্ডাবাহিনীর প্রধান শাওন মন্ডলকে গ্রেপ্তারের দাবিতে দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক দলসহ স্থানীয় জনগণ। বৃহস্পতিবার ২২ আগস্ট বেলা ১২ টার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাট টার্মিনাল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দৌলতদিয়া ইউনিয়ন ও ঘাট শাখার আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দৌলতদিয়া ঘাট শাখার সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আবদুল হামিদ মৃধা, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান,বাংলাদেশ জাতীয়তাবাদী দৌলতদিয়া ইউপি সাবেক সভাপতি মোহন মন্ডল, সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান, সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাইনুদ্দিন সরদার প্রমুখ।