ভোলার দৌলতখানে সাবেক এমপি আলী আজম মুকুলসহ পাঁচজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করলেন আওয়ামী লীগ নেতা আবদুল মালেক মাস্টার। আওয়ামী লীগ নেতা আবদুল মালেক মাস্টার উপজেলার সৈয়দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মামলায় সাবেক এমপি আলী আজম মুকুলসহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি মেয়র পুত্র নবী নেওয়াজ আকাশ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট গোলাম মোর্শেদ কিরণ তালুকদারকে আসামি করা হয়েছে। বুধবার দৌলতখান থানায় দায়ের করা এমামলায় আরও অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সাবেক এমপি আলী আজম মুকুল সহ পাঁচ জনের নাম ঠিকানা উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০ জনসহ মামলায় ৩৫ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণীতে জানা যায় উল্লিখিত ব্যক্তিরা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক মাস্টারের কাছে গত তিন আগস্ট ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়। দৌলতখান থানার ওসি সত্য রঞ্জন খাসকেল জানান তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।