মৌলভীবাজার জেলার জুড়ীতে আরমান হত্যার রেশ কাটতে না কাটতেই ৪৩৫ পিস ইয়াবা ও এক বোতল ফেনসিডিল সহ মোঃ নয়ন মিয়া (১৯) নামে একজনকে সেনাবাহিনীর সহায়তায় আটক করেছে পুলিশ। সে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের সেলিম আহমদের ছেলে। মঙ্গলবার (২০ আগস্ট) গভীর রাতে তাকে আটক করে পুলিশ। নয়ন আটক হলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মূল হোতা সেলিম আহমদ পালিয়ে যায়। কিছুদিন আগেও বিপুল পরিমান ইয়াবাসহ সেলিম আহমেদকে এপিবিএন আটক জেল হাজতে পাঠায়। সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এসে আবারও অপকর্মে জড়িয়ে পড়ে। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) মোঃ জুনেদ আহমদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও নিজ বাড়ী তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৪৩৫ পিস ইয়াবা ও ১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গরেরগাঁও গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে সেলিম আহমদ ও তার ছেলে মোঃ নয়ন মিয়াকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এলাকাবাসী জানায় সেলিম আহমদ দীর্ঘ দিন থেকে তার বাড়ীতে মদ,গাঁজা,ইয়াবা ও মদসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। এখানে সেলিম নিয়মিত জোয়ার আসর বসাতো। জেলার বিভিন্ন স্থান থেকে মাদক সেবী ও জুয়াড়িরা বিড় জমাতো। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় সেলিমের বড় ভাই তাজ মিয়া,চাচাতে ভাই ইয়াজ মিয়া, ভাতিজা তানভির এবং তুহিনসহ একদল সন্ত্রাসী হামলা চালিয়ে একই গ্রামের প্রবাসী সুমন আমাদের ছেলে আরমানকে নৃশংসভাবে হত্যা করে। জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।