গত ৪ আগস্ট জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ বিশালের পরিবারকে পাঁচবিবি উপজেলা প্রশাসন ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেছে। উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের সেলো মেশিন মিস্ত্রি আবদুল মজিদুল সরকারের বড় ছেলে নজিবুল সরকার বিশাল ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন। গতকাল বুধবার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশালের পরিবারকে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়থা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা শহীদ বিশালের বাড়ীতে উপস্থিত হয়ে তার মা-বাবার হাতে সহায়তার অর্থ তুলে দেন, এবং তিনি শোকাশত বিশালের পরিবারকে শান্তনা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ বেলায়েত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মোঃ নাজমুল হক প্রমুখ।