চাকুরী জাতীয়করণের এক দফা দাবীতে আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা কর্ম বিরতি পালন করেছে । বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখা সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তাদের দাবী আদায়ের লক্ষে জেলা রেজিস্ট্রি অফিসের সামনে ওই কর্ম বিরতি পালন করে। কর্ম বিরতি পালনকালে নকলনবিশরা তাদের বক্তব্যে বলেন, একটি সরকারি অফিস মাত্র কয়েকজন কর্মচারী নিয়ে চলতে পারেনা। আমরা ৩০ থেকে ৩৫ জন নকলনবিশ নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু আমরা কোন সরকারি বেতন ভাতা পাঁচ্ছি না। প্রতি পৃষ্ঠা মাত্র ৩৬ টাকা মজুরীতে আমরা দলিলের নকল লিখি। আমরা অফিসের মূল চালিকাশক্তি হলেও সেই বৃটিশ আমল থেকে নকলনবিশরা একইভাবে মজুরী পাঁচ্ছে। তাই অবিলম্বে আমাদের নকলনবিশদের চাকুরী জাতীয়করণ করার দাবী জানাই। আমাদের দাবী আদায় না হলে আগামী রোববার ২৫ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। কর্মসূচীতে বক্তব্য রাখেন নকলনবিশ এসেসিয়েশন পিরোজপুরের সভাপতি মো: শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সুপ্রভা সাহা, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মন্ডল, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা আফরোজ, মহিলা বিষয়ক সম্পাদক সুমি আক্তার প্রমুখ।