ময়মনসিংহের গফরগাঁওয়ে সাঁকো দিয়ে পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ কিশোরী সিনথিয়া আক্তার লাকি (১২) লাশ ২দিনেও উদ্ধার হয়নি। নিহত কিশোরী লাকি উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, নানা বাড়ি বেড়াতে এসে কিশোরী সিনথিয়া আক্তার লাকি বুধবার দুপুর দেড়টার দিকে যশরা ইউনিয়নের কাঁঠালিডিঙ্গা গ্রামের মুচার মোড় নামক স্থানে সুতিয়া নদীর উপরে নির্মিত একটি সাঁকো দিয়ে পার হওয়ার সময় পানিতে পড়ে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বৃহস্পতিবার (২২ আগষ্ট) সকাল থেকে সুতিয়া নদীতে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল পুনরায় দিনভর অভিযান চালায়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৬ টা) কিশোরীকে উদ্ধার করতে পারেনি। গফরগাঁও ফায়ার সার্ভিসের ডুবুরিদলের টিম লিডার ফজলুর রহমান বলেন, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে ডুবুরি দল ঘটনাস্থলে এসে দিনভর সর্বোচ্চ চেষ্টা চালিয়েও কিশোরী লাশের সন্ধান মেলেনি।