নোয়াখালীর সেনবাগ সহ জেলার বেগমগঞ্জ ও চৌমুহনীর বন্যা দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামি বাংলাদেশ। বৃহস্পতিবার বেলা ১২ টারদিকে কেন্দ্রীয় জামায়াতের আমির ডাঃ সফিকুল রহমান প্রধান অতিথি হিসেবে ওই ত্রান সামগ্রী বিতরন করেন। নোয়াখালী জেলা আমীর জনাব ইসহাক খন্দকারের সভাপতিত্বে ও সেনবাগ উপজেলা জামায়াতের আমির মওলানা ইয়াছিন করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেনবাগ রাস্তার মাথায় পথসভায় সেনবাগ ও বেগমগঞ্জের চৌমুহনীসহ জেলার সব কটি উপজেলায় সাংগঠনিক ভাবে প্রায় ৫ হাজার দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ, জেলা সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানের মাওলানা বোরহান উদ্দিন। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা সাইয়্যেদ আহাম্মদ, মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা সহকারী সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন মানিক, মাওলানা দেলোয়ার হোসেন, জেলা প্রচার সেক্রেটারি ডাঃ বোরহান উদ্দিন, নোয়াখালী শহর আমীর মাওলানা মোহাম্মদ ইউছুপ, ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য নোয়াখালী শহর সভাপতি আবু সাঈদ সুমন। সেনবাগ উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি মাওলানা নূরুল আবছার, চৌমুহনী পৌরসভা আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আবু যায়েদ, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য নোয়াখালী জেলার বন্যার্তদের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রায় ৫ হাজার দূর্গতদের ত্রাণ বিতরণত্রাণের মধ্যে ছিলো চাল,ডাল,আলু,তৈল,লবন,চিনি,পেঁয়াজ,খাবার স্যালাইন, দিয়াশলাই, সহ নিত্য প্রয়োজনীয় পণ্যে বিতরণ করা হয়।