মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদারের অপসারণ চেয়ে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে কলেজের ৩ শতাধিক বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল করে। এরপর তারা কলেজের শ্রেণিকক্ষ ও অফিস কক্ষ তালা লাগিয়ে দেয়। এর আগে অধ্যক্ষ তার অফিস তালা দিয়ে চলে যায়। শিক্ষার্থীদের দাবী এই অধ্যক্ষ পেনশনে চলে গিয়ে আবার দুই বছরের জন্য পরিচালনা কমিটির মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পায়। কিন্তু ৪ বছরেও তিনি যাননি, কমিটির সাথে লিয়াজো করে অবৈধভাবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বে অবহেলা ছাত্র এবং ছাত্রীদের সাথে খারাপ আচরণ। কলেজের টাকা নানাভাবে খরচ। বিএমটি ও আইসিটি শাখা এমপিওভুক্ত না করে, একজন শিক্ষককে এমপিওভুক্ত করে সেখানে নিয়োগ দেন। আইসিটি একজন শিক্ষককের পরিবর্তে ২ জন রাখা হয়। যা সরকারি অডিট আসলে মোটা অঙ্ক খরচ করে ঠিকঠাক রাখতে হয়। সে অর্থ কেলেঙ্কারি ও দুর্নীতিবাজ এবং মেয়াদ উত্তীর্ণ। রবিবারের মধ্যে তিনি স্বেচ্ছায় অব্যাহতি না নিলে। কঠের আন্দোলন হবে। সে চলে না যাওয়া পযর্ন্ত ক্লাস বর্জন করা হলো। এ সময় ছাত্রদের মধ্যে নেতৃত্বদেন মো. ফয়সাল, তৃশা আক্তার, নাজমুল ইসলাম, সৌহৃদ, বরকত উল্লাহ, নিরব আহমেদ, হাবিব, মেহেদী প্রমুখ।