দুর্ণীতিবাজ, নারীলোভী, অর্থ আত্মসাৎকারী, ঘুষ নিয়ে পরীক্ষায় নকল সরবরাহকারী পিরোজপুরের ইন্দুরকানীর টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষকে অপসারনের দাবীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী। বৃহস্পতিবার মাদ্রাসার সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্দ্যোগে মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্ততা প্রকাশ করেন মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীরা। অপর দিকে ইন্দুরকানী এফ. করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. শাহ্ আলম কে ৪৮ ঘন্টার মধ্যে অপসারনের দাবী জানিয়ে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবী অধ্যক্ষ শাহ্ আলম কিছুদিন পূর্বে শিক্ষক নিয়োগে বানিজ্যে সহ শিক্ষার্থীদের জন্য মাদ্রাসায় বরাদ্ধকৃত টাকা আত্মসাৎ করেছেন। তিনি আওয়ামী লীগের দোষর। ক্ষমতার অপব্যবহার করে তিনি শিক্ষক ও ছাত্রদের সাথে দুর্ব্যবহার করে থাকতেন। মানববন্ধনে বক্তব্য রাখেন টগড়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহিল মাহমুদ, আরবি প্রভাষক মোঃ ছাইফুল ইসলাম, মাহাবুব বিল্লাহ, মাওলানা হারুন অর রশীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ইমরান,সাজিদ,আশ্রাফুল,ইব্রাহীম সহ স্থানীয় অভিভাবকবৃন্দ।
টগড়া কামিল মাদ্রাসার শিক্ষকরা জানান, ‘আমরা শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষণ করছি। অনিয়ম ও দুর্নীতির সাথে যুক্ত থাকায় আমরা অধ্যক্ষ মাওলানা দেলাওয়ারকে অপসরণের দাবী জানাই। টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলাওয়ার হোসেনকে মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই। ইন্দুরকানী এফ. করিম আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ আলম জানান, আমার কক্ষে তালা দেওয়ার বিষয় আমি কিছু জানিনা। আমি কোন দুর্ণীতির সাথে জড়িত না।