গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রক্ত মোশাররফ হোসেন সুইটের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন শুরুর আগে সকাল ৯টা থেকেই ইউনিয়নটির বিভিন্ন গ্রাম থেকে শত শত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে সাঘাটা থানার সামনে এসে জরো হতে থাকে। সকাল ১১ টার দিকে মানববন্ধন শুরু হলে থানার সামনের চত্বর ও সড়ক ছাপিয়ে বাজার পর্যন্ত বিক্ষুব্ধ লোকজন দিয়ে ভরে যায়। এতে অংশ নিয়ে বক্তব্যরা বলেন, দির্ঘদিন ধরে প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারী টাকা নামে বেনামে তুলে আত্মসাৎ করে আসছে এই রক্তচোষা চেয়ারম্যান। উপকার ভোগীদের নাম তালিকায় থাকলেও চেয়ারম্যান নিজের লোকজনের মোবাইল নম্বরে কৌশলে টাকা নিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, চেয়ারম্যান সুইট ও তার ভাই দলের প্রভাব খাটিয়ে যমুনা নদীর পাড় ভেঙে অবৈধভাবে বালু তুলে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এতোদিন প্রশাসনকে হাত করে এলাকার বালুমহাল, মৎস্যঘের, সরকারী স্থাপনা দখল ছাড়াও এলাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করে তান্ডব চালিয়ে আসলেও সাধারন মানুষ ভয়ে কিছু বলতে পারেননি। এ সময় বক্তব্য রাখেন সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঃ রউফ মিয়া, বর্তমান ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম হোসেন, সাবেক ইউপি সদস্য নজারুল ইসলাম বাবু, ইদ্রিস আলী ডান্ডু, ঠিকাদার আলমগীর হোসেন, গীতারানী, মোরশেদা বেগম প্রমূখ।