জমা দেওয়ার একদিন পর পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম। সূত্রমতে, ববি’র ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন তার পদত্যাগপত্র প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা সম্ভব হতো না। এতে করে সেশনজটসহ পড়ালেখার বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা ছিলো। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভাগের ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাদের অনুরোধে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক তার পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। সূত্রে আরও জানা গেছে, ভিসি সহ কয়েকজনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২০ আগস্ট দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন। এর পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল বডির সহকারী প্রক্টর, প্রভোস্ট, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক, কেন্দ্রীয় লাইব্রেরির লাইব্রেরিয়ান, টিএসসি পরিচালক, পরিবহন পুল ম্যানেজার, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, আবাসিক শিক্ষকসহ ১৯ জন নিজ নিজ দায়িত্বরত পদের অনুকূলে পদত্যাগপত্র রেজিস্ট্রার কার্যালয়ে দাখিল করেন।