মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি খাল বালু দিয়ে ভরাট করে দখল, তিন ফসলি জমি অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে ভরাট চলছে অহরহ, দেখার কেউ নেই। উপজেলার ১৪ ইউনিয়নে প্রায় অর্ধশত ড্রেজারের মাধ্যমে চলছে বালু ভরাট। এতে করে অনেক খাল নাব্যতা সঙ্কটে আবার অনেক মৃত প্রায়। ফসলি জমিতে পানি প্রবাহ ঠিক থাকছে না। আবার বর্ষা মৌসুমে খাল দিয়ে পানি প্রবাহ ঠিক না থাকায়, নিম্নাঞ্চল প্লাবিত হয়। বৃহস্পতিবার উপজেলার মালখানগর ইউনিয়নে সরোজমিনে ঘুরে দেখা যায়, এই ইউনিয়নে ৬ টি ড্রেজার চলমান রয়েছে। এর মধ্যে মালখানগর ডিগ্রি কলেজের উত্তর পাশে খালের পাড় দখল করে ভরাট করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। পাশে আরো ১ একর ২০ শতাংশ ফসলি জমি অবৈধভাবে ভরাট কাজ চালিয়ে যাচ্ছে। এ কারণে সে জমির তিন পাশে অন্যান্য জমিতে বালু গিয়ে ফসলের ক্ষতি হচ্ছে। উপজেলা সহকারি কমিশনার ভূমি গত দুই মাস আগে, দুই বার বাধা দিয়েও কোন লাভ হয় নাই। পাশের তিন একর ধান চাষকৃত জমির মালিক প্রবাসী শাহ আলম শেখ। তার স্ত্রী আসমা আক্তার বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রতিকার চেয়ে ও এই অবৈধ ভাবে৷ কোন প্রকার অনুমত না নিয়ে শ্রেণি বদল ও ফসল নষ্ট করে ফেলছে। গত ৬ মাস ধরে লাগাতার চলছে এই জমি ভরাট বানিজ্য। এ বিষয়ে জমি ও ফসল (ধান আবাদকরা) রক্ষায় প্রশাসনের নিকট সহযোগিতা কামণা করছেন ভুক্তভোগী আসমা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ জানান, গত ৫ আগষ্টের মধ্যে সকল ড্রেজার বন্ধ করে সরিয়ে নিতে বলেছিলাম। এখনো অনেক চলমান আছে, আজ মালখানগর ইউনিয়নে যতগুলো আছে তার ব্যাবস্থা নিবো।