জেলার গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে ইউপি সদস্যসহ আওয়ামী লীগের পাঁচজন কর্মীকে পিটিয়ে আহত করা হয়েছে। এরমধ্যে গুরুত্বর অবস্থায় ইউপি সদস্যকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগ কর্মী নান্টু সরদার অভিযোগ করে বলেন, এলাকায় প্রভাববিস্তারের জন্য যুবদলের কতিপয় নেতাকর্মীরা অর্তকিতভাবে আমার ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষায় আমি দৌঁড়ে ইউপি সদস্য সুকুমার অধিকারীর দোকানে আশ্রয় নেই। হামলাকারীরা সেখানে গিয়ে আমাকেসহ ইউপি সদস্য সুকুমার, আওয়ামী লীগ কর্মী নজরুল সরদার, স্বপন দাস ও নজরুল ইসলামকে পিটিয়ে আহত করে। এরমধ্যে গুরুত্বর আহত ইউপি সদস্য সুকুমার অধিকারীকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।