ভারতের সাথে পানি চুক্তির ন্যায্য হিস্যার দাবি এবং ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার দিবাগত রাতে ববি’র বিভিন্ন আবাসিক হল থেকে খন্ড খন্ড মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা সড়কে এসে মিলিত হয়। পরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় শিক্ষার্থীরা ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’। ‘আমার নদীর অধিকার, ফিরিয়ে দাও দিতে হবে’। ‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’। আমার দেশ ডুবল কেন, জবাব দে-জবাব দে’। ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’। প্রভৃতি শ্লোগান দিয়েছেন। শিক্ষার্থীরা এই সংকট নিরসনে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে বলেন, বর্ষার সময় তারা বাঁধ খুলে দিয়ে আমাদের ডুবিয়ে মারে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বাংলাদেশের নদীর পানির অধিকার রক্ষা করতে প্রয়োজনে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে। অপরদিকে ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে গৌরনদীতে ছাত্রসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।