দেশের পূর্ব-দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা বন্যার কবলে পড়ায় বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের সব নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নদীর তীরবর্তী নিন্মাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পাশাপাশি খাল ও ড্রেন দিয়ে কীর্তনখোলা নদীর জোয়ারের পানি বরিশাল নগরীর নিন্মাঞ্চলগুলোতে ঢুকে পরেছে। বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে বরিশাল নগরী সংলগ্ন কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ঝালকাঠীর বিষখালী নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ১৪ সেন্টিমিটার, ভোলার খেয়াঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার, দৌলতখানের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার, তজুমদ্দিনের সুরমা-মেঘনা নদীর পানি বিপৎসীমার ৯২ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জের বুড়িশ্বর-পায়রা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার, বরগুনার বিষখালী নদীর পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার, বেতাগীর বিষখালী নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার এবং পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার শাখার কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের প্রধান প্রধান নদীগুলোতে পানির স্তরের তথ্য সংগ্রহ করা হয়েছে। তাতে সকল নদীর সাথে সংযুক্ত দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তারা আরও জানিয়েছেন, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ার কারণে দক্ষিণাঞ্চলের নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব নদী তীরবর্তী এলাকাসহ নিন্মাঞ্চলের অধিকাংশ মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে দিনাতিপাত করছেন।