রাজনৈতিক সহিংসতা বন্ধ করা ও ভারত অন্যায় ভাবে ডোম্বুর ও গজলডোবা বাঁধ খুলে বাংলাদেশে বন্যা সৃষ্টি করার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগরকান্দা উপজেলা শাখার আয়োজনে নগরকান্দা আকরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরকান্দা ভুমি অফিসের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে শেষ হয়। এখানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নগরকান্দার সম্বয়কারী নাজমুল হুদা।