কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে বিডব্লিউবির (ভিডব্লিউবি) চাল আত্মসাতের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। এর বিচার চেয়ে ইউএনও বরাবর বুধবার লিখিত অভিযোগ দিযেছেন তারা। এ অভিযোগের বিষয় নিশ্চিত করেছেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, রাজিয়া কার্ড নং ৫৬২, এসমেতারা কার্ড নং ৩১৬, সাথী কার্ড নং ৯৯৮, আসমা কার্ড নং ৯৮৩, লাভলী কার্ড নং ৯৫২, রুকসানা কার্ড নং ৫৯৫, খাদিজা কার্ড নং ২৭৯, জোসনা কাড নর্ং ৩৯৪, নুরনাহার কার্ড নং ২৮৫, সাবজান কার্ড নং ২৬৪, ববিতা কার্ড নং ৪১৮,শাহিনা কার্ড নং ৪১৬, আমিরজান কার্ড নং ২৮৪, শারমিন কার্ড নং ২৭০ ও কাজুলী ভিজিডি ২০২৩-২৪ চক্রে বর্তমানে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) আওতাভুক্ত হন।
কার্ডধারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রায় ২০০ জনের কয়েক মাসের চাল দেওয়া বাকি রাখেন চেয়ারম্যান। ভুক্তভোগীরা বাকি কয়েক মাসের চাল না পেয়ে বিভিন্ন সময়ে চেয়ারম্যান-মেম্বদের সাথে যোগাযোগ করলে বলা হয় এখনো কোনো চাল আসেনি। পরে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারে এ জালিয়াতির ঘটনা। ভিজিডি চক্রের মাষ্টার রোলে তাদের নাম, পিতা/স্বামীর নাম ঠিকানা ঠিক থাকলেও আঙুলের ছাপ পরিবর্তন করে কয়েক মাস থেকে চাল উত্তোলন করেছে অন্য কেউ।
এ পর্যন্ত কয়েক মাসের শতাধিক কার্ডধারীর প্রায় ১০০টন চাল তুলে আত্মসাৎ করেন চেয়ারম্যান। আরো জানা গেছে, এ ইউনিয়নে ভাতাভোগীদের অনেকেই এ রকম পরিস্থিতির শিকার হয়েছেন। আবার অনেকেই জানেন না তাদের নামে ভিজিডি কার্ড রয়েছে। এ রকম প্রায় ৪২টি কার্ডধারী সর্বশেষ গত জুন মাসের বরাদ্দ চাল পাননি। এই ১৫জন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, বন্যার মধ্যে অনেক বার চালের জন্য ঘুরে গেছি। চেয়ারম্যান চাল দেয় নাই। বাজার থেকে চাল কিনে খাবার সামর্থ্যও ছিল না। না খেয়েও থাকছি। আমরা এই চাল চোরের বিচার চাই।
ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, এ ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারী ১হাজার ১৫০জন। এর মধ্যে ১হাজার ১০৮জনকে জুন মাসের চাল দেওয়া হয়েছে। বাকিরা এখনো অনেকেই জুন মাসের চাল নিতে আসেনি। আবার গত কয়েক মাসের চাল অনেক কার্ডধারীই পাইনি। তারা আমাকে আগের মাসগুলোর চালের জন্য চাপ দিচ্ছে। এ ব্যাপারে আমি কিছুই জানি না। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মুঠোফোনে কয়েক বার কল করা হলে তিনি রিসিভ করেননি। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জেবুন নেছা এ বিষয়ে বলেন, ইউএনওর কাছে অভিযোগ দিয়েছে। ইউএনও তদন্ত কমিটি করবে। সে তদন্ত করে দেখুক। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া হবে।