ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, পাগলা থানা শাখার নেতৃবৃন্দ। পাগলা থানা শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইবনে আজহার মাহমুদ ও ডাঃ মোঃ ইউসুফ এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার (২১ আগস্ট) বিকেলে পাগলা থানায় গিয়ে থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক খোঁজ -খবর নেন।
এসময় তাদের পক্ষ থেকে পাগলা এলাকায় সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন এবং দায়িত্বরত সকল পুলিশ সদস্যদের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে কাজ করার আহবান জানান।
এছাড়াও পাগলা থানা শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জনসাধারণের পাশে থেকে তাদের সেবায় কাজ করতে চায় এবং যে কোনো ষড়যন্ত্র ও অরাজকতা ধৈর্যের সাথে প্রতিরোধ করতে তারা সর্বদা ঐক্যবদ্ধ। পাগলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার নেতৃবৃন্দদের আশ্বস্ত করে বলেন, আমরা জনগণের কল্যাণে নিয়োজিত থেকে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কোন ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। দেশের সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ ফিরে আসুক এটিই কাম্য। এ সময় থানা ক্যাম্পাসে স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।