রংপুরের পীরগঞ্জে প্রেসক্লাবের সাধারন সভা বুধবার বিকাল ৪ টায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল। সাধারন সম্পাদক মাজহারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহীল বাকী বাবলু সহ-সভাপতি সারওয়ার জাহান,শাহ মো.সাদা মিয়া, যুগ্ম সম্পাদক হাসান আলী প্রধান, আনজারুল হক, পাঠাগার সম্পাদক বখতিয়ার রহমান, ধর্মীয় সম্পাদক ডিএম আবদুল হাকিম, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন সেন্টু, কার্যকরী সদস্য,মাহমুদুল হাসান, মিনহাজুল ইসলাম মিলন, মোশফিকুর রহমান পল্টন,সেরাজুল ইসল মোস্তাফিজুর রহমান রুসেল প্রমুখ।
সভায় দেশের অন্যতম মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়ায় হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও পীরগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সহযোগী সদস্যদের পুর্নাঙ্গ সদস্য করা এবং প্রকৃত সংবাদকর্মীদের নুতন সদস্য অন্তর্ভূক্তির সিদ্ধান্ত গৃহীত হয়।