দূর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে মণিরামপুরের খেদাপাড়া গাংগুলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নাজমুস শাহাদাতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ অপসারণের দাবী জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ শিক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবার মাদ্রাসা চলাকালীন সময়ে তার অপসারণের দাবীতে বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে মাদ্রাসা চত্বরে। পরে অধ্যক্ষের বিরুদ্ধে ১৮ দফা দূর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ্য করা হয়, অধ্যক্ষ নাজমুস শাহাদাত ভূয়া ভাউচার দেখিয়ে মাদ্রাসার ফান্ড থেকে বিভিন্ন সময় ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। তার দূর্নীতির মধ্যে উল্লেখযোগ্য রয়েছে মাদ্রাসার শিক্ষিকাদের মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করাতে ৮ হাজার টাকা করে নিয়েছেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রয়োজনীয় কাগজপত্র অধ্যক্ষের কাজ থেকে নিতে মোটা অংকের চাঁদা আদায় করা হয়েছে। এ-সংক্রান্ত শিক্ষক মাওলানা আবুল হোসেনের নিকট থেকে ৫ হাজার, মাওলানা আমজাদ হোসেনের নিকট থেকে ৩০ হাজার, মাওলানা আবদুল ওহাবের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের জন্য ১ লক্ষ টাকা, মাওলানা আবদুল ফাত্তাহ এর উচ্চতর স্কেল করণে ৪০ হাজার টাকা উৎকোচ হিসেবে গ্রহণ করেছেন অধ্যক্ষ নাজমুস শাহাদাত। শিক্ষার্থীদের মার্কশীটসহ কাগজপত্র নিতে টাকা হাতিয়ে নিয়েছেন মোটা অংকের। ১৭টি পদে নিয়োগ প্রদান করা হয়েছে তার হাত দিয়েই।
অধ্যক্ষ নাজমুস সাদতসহ তৎকালীন মাদ্রাসার সভাপতি হাফিজুর রহমান যোগসাজশে ১ কোটি ৫০ হাজার টাকা নিয়োগ বাণিজ্য করেছেন। নিয়োগ বাণিজ্যের এ টাকা মাদ্রাসার কোন উন্নয়নে দেখাতে পারেননি। অধ্যক্ষ নাজমুস সাদত হোসেন কখনোই নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকেননা। তিনি অফিসের কাজ দেখিয়ে স্বেচ্ছাচারি ভাবে চলেছেন। মাদ্রাসার কর্মচারীরা তার মতের বাইরে চললে তাকে নোটিশ প্রদান করে পরে তার কাছ থেকে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন। নৈশপ্রহরী গহর আলীকে চক্রান্তমূলক ভাবে চাকুরীচিত করে ওই পদে গোলাম হাবিব নামের একজনকে নিয়োগ দিয়েছেন ১০ লক্ষ টাকার বিনিময়ে।
এনটিআরসি থেকে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদান করানো ক্ষেত্রে ব্যাপক চাঁদাবাজীর অভিযোগ আনা হয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। টাকা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন ভাবে হয়রানী করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলা করতে অবশেষে ভূক্তভোগী শিক্ষকদের কাছ থেকে দাবীকৃত টাকা নিয়ে অধ্যক্ষ নিজে আত্বসাৎ করেছেন। শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি, স্কেল পরিবর্তনের ক্ষেত্রে টাকা ছাড়া কাউকে কাগজপত্র দেননি তিনি। মাদ্রাসার অফিসসহকারী অব্দুস সোবহানকে বিভিন্ন সময় হয়রানী নির্যাতন করা হয়েছে। এসব অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণসহ তার অপসারণের দাবীতে উত্তাপ্ত হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এব্যাপারে মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল ফাত্তাহ জানান, বর্তমান অধ্যক্ষ নাজমুস সাদত মাদ্রাসাটিতে যোগদানের পর থেকে নিজের পৈত্রিক সম্পত্তি হিসেবে ব্যবহার করে আসছেন।
এ ব্যাপারে অধ্যক্ষ নাজমুস সাদতের সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে উপজেলা নির্বাহী অফিসে প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কর্মকার জানান, খেদাপাড়া গাংগুলিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকাবাসীর পক্ষ থেকে একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে।