বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ভোলা-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মিদের উপর আক্রমণ করেছে। আওয়ামী লীগের দুঃশাসনের আমলে অনেক বিএনপি নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। আপনারা কেউ প্রতিশোধ নিতে নিজ হাতে আইন তুলে নিবেন না। প্রয়োজনে পুলিশের সহায়তা নিবেন। হিন্দু ভাইয়েরা আওয়ামী লীগের থেকে বিএনপির শাসন আমলে নিরাপদে ছিল। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও নিরাপদে আছেন। আপনারা ভবিষ্যতেও নিরাপদে থাকবেন। দৌলতখানে হিন্দু মুসলিম পরিবার একসাথে একইভাবে সুন্দর পরিবেশে বসবাস করবে। আলহাজ হাফিজ ইব্রাহিম বুধবার দীর্ঘ ১৭ বছর পর দৌলতখান দক্ষিণ বাজার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এক বিশাল জন সমুদ্রে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আপনারা কোন অপকর্ম করবেন না। এমন কোন অন্যায় কাজ করবেন না যাতে বিএনপির দুর্নাম হয়। দৌলত খানে হাফিজ ইব্রাহিম এর আগমনের সংবাদে সকাল থেকে লোকজন বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে রাস্তার দুই পাশে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। বিকাল পাঁচটায় তিনি দৌলতখানে এসে পৌছলে উপস্থিত হাজার হাজার নেতা কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় প্রিয় নেতাকে বরণ করে নেন। এ সময়ে বিএনপি নেতা আকবর হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা নাজিমউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপির সভাপতি গোলাম আজম পলিন, যুগ্ন সম্পাদক জাকির হোসেন বাবুল, বিএনপি নেতা বশির মেম্বার, মাহবুব মোর্শেদ কুট্রি প্রমূখ উপস্থিত ছিলেন। পরে তিনি বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রওয়ানা দেন।