নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাবাই বাজারের ধানপট্টি এলাকায় এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।
তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, বিএনপিনেতা সাইদুর রহমান মোল্লা, খোরশেদ আলম শিলাল, ফজলুল বারী সাফি, যুবদলনেতা আবদুল জলিল প্রমুখ।