যশোরের বেনাপোলে দুর্গাপুর সড়ক ও কাগজপুকুর এলাকায় অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল, ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও তিন বোতল এলএসডি অ্যাসিড জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি।
বুধবার (২১ আগষ্ট) দুপুরের দিকে এসব কেমিক্যাল, এসিড ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন চোরাকারবারিরা বেনাপোলের দুর্গাপুর ও কাগজপুকুর এলাকায় সড়কের পাশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনে আমড়াখালী চেকপোষ্টের বিজিবির একটি দল ওইসব এলাকায় অভিযানে গেলে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পোয়ে যায়। এ সময় ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল, ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও তিন বোতল এলএসডি অ্যাসিড পরিত্যাক্ত অবস্থায় সড়কের পাশে পাওয়া যায়।
জব্দকৃত এসবের আনুমানিক মূল্য ৬ কোটি ৩২ লাখ টাকা বলে জানায় বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, জব্দকৃত বিভিন্ন প্রকার কেমিক্যাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে। এবং ক্রিস্টাল মেথ আইস ও এলএসডি অ্যাসিড ধ্বংস করা হয়েছে। পলাতক চোরাকারবারিদের আটকের অভিযান অব্যাহত থাকবে।এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।