‘সমাজ বিনির্মাণে নড়াইলে ওলামা-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল আবনায়ে কাসেম ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার (২১ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকার মিরপুর এলাকার দারুল উলূম ইবরাহিমীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ইমরান বিন ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-মাদ্রাসাতুদ দাওয়াতিল ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও হেফাজতে ইসলামের সদস্য মুফতি মাহমুদুল হাসান গুনভী।
মাওলানা মামুন মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন-তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের ত্রাণ সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব, জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি জেনারেল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ওবায়ব্দুল্লাহ কায়সার, ইসলামি আন্দোলনের জেলা আমির মাওলানা খায়রুজ্জামান, সেক্রেটারি নাসির উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপণ্ডপরিচালক মিজানুর রহমান, মাওলানা মহসিন উদ্দিন, মুফতি মঈন উদ্দিন, মাওলানা ইকরামুল হক, মাওলানা আবদুল হান্নান, মাওলানা বিলাল-ই-হুসাইন, মাওলানা রিজাউল করিমসহ অনেকে।
বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার-জালেম সরকার বিদায় নিয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আলেম-ওলামারা বেশি নির্যাতন, মিথ্যা মামলা, জেল-জুলুম, গুম ও হত্যাকান্ডসহ বিভিন্ন ধরণের অত্যাচারের শিকার হয়েছেন। এখন সবাই স্বাধীনতা পেয়েছেন। কথা বলার পরিবেশ হয়েছে। এ প্রেক্ষাপটে সমাজ বিনির্মাণে আলেম, ওলামা ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা রয়েছে। এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আলেম-ওলামাদের বিভক্তি দূর করতে হবে। ভালো ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে জনকল্যাণে কাজ করতে হবে।