দিনাজপুরের চিরিরবন্দরে জমি লিখে না দেয়ায় মা নুর বানু (৬২) কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষক দম্পতির বিরুদ্ধে। আহত মা নুর বানু চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
এ ঘটনাটি গত ১০ আগস্ট শনিবার সকালে উপজেলার ভিয়াইল ইউনিয়নের বিঝট্টি গ্রামের মটকিডাঙ্গা এলাকায় ঘটেছে। আহত নুর বানু ওই গ্রামের মৃত ইসমাইল সরকারের স্ত্রী। অভিযুক্ত ছেলে নুর ইসলাম পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভোজনপুর ইউনিয়নের ভোজনপুর বেগম খালেদা জিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক ও তার স্ত্রী সেলিনা আক্তার স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
অভিযোগ সূত্রে জানা গেছে, ইসমাইল সরকার স্ত্রী নুর বানুসহ ৪ ছেলে ও এক মেয়েকে রেখে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে ইসমাইল সরকার পৃথকভাবে স্ত্রী নুর বানুর নামে ৪৩ শতক জমি ক্রয় করেন। তার মৃত্যুর পর এলাকার জনপ্রতিনিধি,স্বজনরা ইসমাইল সরকারের রেখে যাওয়া সম্পত্তি মুসলিম আইন অনুযায়ী উকিল দ্বারা ফারায়েজের মাধ্যমে স্ত্রী, ছেলে ও মেয়ের মধ্যে ভাগ বন্টন করে দেন। সেই অনুযায়ী নুর বানু মোট ৯২ শতক জমি পান। ছেলেদের মধ্যে তৃতীয় ছেলে নুর আলমের সঙ্গে থাকেন বৃদ্ধ নুর বানু। তিনি তার মায়ের চিকিৎসাসহ যাবতীয় বিষয়ে দেখাশোনার দায়িত্ব নেন। এতে নুর বানু খুশি হয়ে ছেলে নুর আলমকে কিছু জমি লিখে দেন। এ জমি লিখে দেয়ায় যেন কাল হয়ে দাঁড়ায় বৃদ্ধা মায়ের। জমি লিখে দেয়ার ঘটনা জানতে পেরে বড় ছেলে নুর ইসলাম মোবাইল ফোনে বৃদ্ধা মাকে বিভিন্ন হুমকি প্রদান করে বলতেন তোমাদের ব্যবস্থা করতে আমি আমি আসতেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে পঞ্চগড়ের কর্মস্থল থেকে বাড়িতে ফিরে আসেন তিনি। ঘটনার দিন সকালে শিক্ষক নুর ইসলাম তার অপর দুই ভাই তসলিম ও নুর মোহাম্মদকে সাথে নিয়ে নুর আলমের বাড়ির দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে বৃদ্ধা মায়ের নিকট জমি লিখে দেয়ার কারণ জানতে চান। এ সময় বৃদ্ধা মা নুর বানু তাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আমার কোন খোঁজ-খবর নাও না, নাওয়া-খাওয়া, চিকিৎসা করাও না। নুর আলম আমার সকল দায়িত্ব পালন করে। তাই আমি খুশি হয়ে তাকে সামান্য জমি লিখে দিয়েছি। এ কথা শোনার পরপরই বড় ছেলে উত্তেজিত হয়ে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অপর দুই ভাইকে মাকে মারতে নির্দেশ দেয়
এসময় দুই ভাইসহ তাদের স্ত্রীরা বৃদ্ধা নুর বানুকে মারপিট করতে থাকে। এ সময় ছেলে নুর আলম ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও তারা মারপিট করে। এর একপর্যায়ে নুর আলমকে মাটিতে ফেলে কোদাল দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত ওই বৃদ্ধা মা, তার ছেলে নুর আলম ও ছেলের স্ত্রীকে উদ্ধার করে দিমেক হাসপাতালে ভর্তি করে। বৃদ্ধা মা দিমেক হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি আসার একদিন পর মাথার যন্ত্রণা ও শ্বাসকষ্ট নিয়ে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক নুর ইসলামের মুঠোফোনে যোগাযোগ করলে তার স্ত্রী সেলিনা আক্তার ফোন রিসিভ করে বলেন, অভিযোগের বিষয়টি মিথ্যা।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।