১১০ বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছেন। এতে খুশির জোয়ার ভাসছে পাথরঘাটা উপজেলার সকল নেতা কর্মীবৃন্দ।
গত মঙ্গলবার (২০/০৮/২০২৪) রাতে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভির স্বাক্ষরিত একটি পত্র প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সাবেক এমপি নুরুল ইসলাম মনি।
পরে রাত আটটার দিকে পাথরঘাটায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা কর্মীরা শহরের প্রধান সড়কে আনন্দ মিছিল করেন পরে শহরের গোল চত্তরে মিষ্টি বিতরণ করা হয়।
বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভির স্বাক্ষরিত পত্রটিতে বলা হয়েছে, দলের সর্বাঙ্গীন উন্নতি, ঐক্য ও সংহতি রক্ষার্থে নুরুল ইসলাম মনিকে নিষ্ঠার সাথে কাজ করতে বলা হয়েছে।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম মনি জানান, দীর্ঘ ১৭ বছর তার বাবা মায়ের কবর জিয়ারত করতে আসতে পারেননি। ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অংশ নিতে পাথরঘাটায় আসার পথে তার উপর হামলা করে আ'লীগ। তখন তিনি সহ প্রায় শতাধিক বিএনপি নেতা কর্মী আহত হয়। প্রায় দেড়শতাধিক মটর সাইকেল ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এখন দল তাকে মুল্যায়ন করেছে।
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দলের ভাইস-চেয়ারম্যান মনোনিত করেছেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় দলের কার্যক্রম বেগবান করার আশ্বাস দেন বিএনপির এই নেতা।
এমপি নুরুল ইসলাম মনি বরগুনা-২ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি।