বুধবার গলাচিপায় রহস্যজনকভাবে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অন্তর(২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রনজিৎ হাওলাদার এর ছেলে অন্তর হাওলাদার। সকাল সাড়ে ৭ টার দিকে নিজ বাসায় পরিবারের লোকজন অন্তরের শয়ন কক্ষের দরজায় নক করলে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে জানালার সাথে প্যান্টের বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান জানান, আপাতত থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এর উপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।