মুন্সীগঞ্জের সিরাজদিখানে বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে বুধবার বিকালে উপজেলা পরিষদ হররুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলার সকল বিদ্যালয়ের সভাপতি সাব্বির আহমেদ।
কুসুমপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায়
এসময় উপস্থিত ছিলেন মালখানগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউদ্দিন হাওলাদার, রাজদিয়া অভয় পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল হোসেন, সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, মালখানগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এবিএম মহিউদ্দিন, টেঙ্গুরিয়া পাড়া নেছারাবাদ মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. হাসান তালুকদার, খাসকান্দি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. আমির হোসেনসহ উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক, উচ্চমাধ্যমিকবিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।