বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দিনাজপুরের বিরল উপজেলার তিন কৃতী সন্তান জিয়াউর রহমান জিয়া, আশাদুল হক বাবু ও মাদ্রসা ছাত্র মাসুম রেজা শহীদ হোন। নিহত এই তিন পরিবারের মাঝে নগদ তিন লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের পক্ষে শহীদ জিয়াউর রহমান জিয়া, আশাদুল হক বাবু ও মাসুম রেজা’র পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন দিনাজপুর জেলা উত্তর জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান।
এ সময় দিনাজপুর জেলা নায়েবে আমির এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (অধ্যক্ষ অবঃ) একেএম আফজালুল আনাম, বিরল উপজেলা জামায়াতে ইসলামী’র আমির হাফেজ মাওলানা আবদুর রশিদ, সেক্রেটারী আজমির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশন বিরল উপজেলা শাখা’র সভাপতি নাজমুল ইসলাম, রুকন হাফিজুর রহমান, ০৬নং ভান্ডারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম সাইদুরসহ স্থানীয় জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা উত্তর জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিছুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশব্যাপী আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁর পক্ষ থেকে আজ আমরা আর্থিক সহযোগিতা নিয়ে এই তিন শহীদের পরিবারে এসেছি। আমরা এই তিন পরিবারের পাশে আছি ইনশাআল্লাহ্।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ০৫ আগস্ট আশাদুল হক বাবু (৩২) যাত্রাবাড়িতে শহীদ হোন। একই দিন টিএসসি-শাহাবাগ রোডে আন্দোলনরত অবস্থায় হাজারীবাগ এলাকার আলনুর হাফেজিয়া মাদ্রাসা’র মেধাবী ছাত্র (১৭) মাসুম রেজা শহীদ হোন। একইদিনে উত্তরা আজমপুরে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ০৯ আগস্ট শহীদ হোন জিয়াউর রহমান জিয়া (৪০)।