দিনাজপুরের বিরল পৌরসভার মেয়র অপসারণ হওয়ায় প্রশাসক হিসেবে দ্বায়িত্বভার গ্রহন করেছেন বিরল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসতিয়াক আহমেদ। তিনি দ্বায়িত্ব নেওয়ার পরেই বিরল পৌরসভার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
গত ১৮ আগস্ট দেশের অন্যান্য পৌরসভার ন্যায় বিরল পৌরসভার মেয়রকে অপসারণ করে এক প্রজ্ঞাপন জারি করায় পরেরদিন ১৯ আগস্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসতিয়াক আহমেদ বিরল পৌরসভার প্রশাসক হিসেবে দ্বায়িত্বভার গ্রহন করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইসতিয়াক আহমেদ বিরল পৌরসভার প্রশাসক হিসেবে দ্বায়িত্বভার গ্রহনের তৃতীয়দিন (২১ আগষ্ট) তাঁকে পৌর মেয়রের কার্যালয়ে বসে পৌর নাগরিকদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে আসছেন।
এছাড়াও তিনি পৌরসভার বিভিন্ন রকম উন্নয়নমুলক কর্মকান্ডসহ ড্রেনেজ ব্যবস্থার ইত্যাদি বিষয় নিয়ে পৌর নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী (অতিঃ দাঃ) এবং কার্যসহকারী তশরিফুল ইসলামের কাছ থেকে বিভিন্ন উন্নয়নমুলক চলমান কর্মকান্ডের খোঁজ খবর নেন। এ সময় বিরল পৌরসভার ৫ নং ওয়ার্ড সদস্য মোমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।