'স্বামী কামরুজ্জামান ছাড়া সংসারে হাল ধরার কেউ থাকলো না। তিন সন্তান নিয়ে এখন আমি কি করবো। সে তো কোনো রাজনীতি করতো না, ছাত্রও ছিল না। উত্তরায় একটি ব্যাটারী কোম্পানীতে ড্রাইভার পদে চাকুরি করত। চাকুরীর বেতনের টাকা জন্য উত্তরায় গিয়েছিল সেদিন। স্বামীকে পুলিশ গুলি করে মেরে ফেলল, এখন আমার এবং সন্তানদের কি হবে, আমরা কি খেয়ে বেঁচে থাকব' কান্নাজড়িত কন্ঠে এসব কথা বলছিলেন ঢাকায় কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মোঃ কামরুজ্জামানের স্ত্রী সামিরা জাহান পপি। সংসারের উপার্জনের একমাত্র মাধ্যম স্বামী কে হারিয়ে শিশু সন্তানদের নিয়ে স্ত্রীর এখন দিশেহারা।
বুধবার সকালে নিহত কামরুজ্জামানের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া বাড়িতে গেলে কথা হয় তার স্ত্রী সাথে। সামিরা জাহান পপি আরও বলেন, গত দেড় মাস ধরে আমার স্বামী স্বপ্নের দেশ পোল্যান্ড এ যাওয়ার জন্য প্রতিবেশী দেশ ভারতে যায়। গত ৩১ জুলাই পোল্যান্ডে না যেতে পেরে ভারত থেকে দেশে চলে আসে। ৪ আগস্ট আমার সাথে মোবাইলে তার শেষ কথা হয়। ওই রাত থেকে তার ফোন বন্ধ পেলে অন্য একজনের মাধ্যমে জানতে পারি তার মাথায় গুলি লেগেছে। খবর পেয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটাছুটি করে স্বামীর লাশ না পেয়ে বাড়িতে চলে আসি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে ঢাকায় উত্তরায় সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত মোঃ কামরুজ্জামান (৩০) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চর কামারিয়া গ্রামের সৌদী প্রবাসী মোঃ আবদুর রাজ্জাকের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ভারত থেকে দেশে ফেরার পর কামরুজ্জামান ঢাকায় ছিল। উত্তরা ৩নং সেক্টরে একটি ব্যাটারী কোম্পানীতে ড্রাইভার পদে চাকুরি করত সে। চাকুরীর বেতনের টাকা জন্য গত ৪ আগস্ট উত্তরায় গিয়েছিল। এ সময় উত্তরায় সামনে ছাত্র আন্দোলন চলাকালীন মাথায় গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এরপর থেকে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এবং অজ্ঞাত হিসেবে তার লাশ মর্গে পড়ে থাকে। পুলিশের গুলিতে নিহতের খবর পেয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটাছুটি করেও লাশের সন্ধান না পেয়ে বাড়িতে চলে আসেন স্ত্রী সহ স্বজনরা।
এদিকে ১৬ দিনেও তার খোঁজে স্ত্রী- সন্তানসহ পরিবারের সদস্যরা যখন পাগলপ্রায় তখন
গত ১৮ আগস্ট রাত ৯ টার দিকে শেরেবাংলা থানার এস. আই মুহিবুল্লাহ গফরগাঁও থানায় পুলিশের খবর দেয়। তখন স্থানীয় স্কুল মাষ্টারের মাধ্যমে পরিবারটি জানতে পারে কামরুজ্জামানের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পরে আছে। ১৯ আগস্ট পরিবারের লোকজন ওই হাসপাতালে ছুটে যায় এবং মর্গে গিয়ে লাশ সনাক্ত করে বাড়িতে নিয়ে আসেন।
নিহতের বড় চাচা আঃ কুদ্দুছ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করলে রাতেই লাশ গ্রামের বাড়িতে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে উঠে। কামরুজ্জামানের তিন শিশু সন্তান জারিন রশনী (১০), আফনালান জামান (৮) ও গালীব আববার (৬ মাস) রয়েছে। এখন পরিবারটি হাল ধরার কেউ রইল না। তাই পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।
সন্তান হারিয়ে মা আজমলা খাতুন শোকে পাথর হয়ে আছেন। তিনি কান্নাজড়িত কন্ঠে জানান, যারা আমাকে বড় সন্তান হারা করেছে তাদের বিচার আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আমার তিন নাতি ও ছেলের বউয়ের দায়িত্ব নেওয়া জন্য বর্তমান সরকারের কাছে আমার দাবী রইল।
গত ২০ আগষ্ট, মঙ্গলবার সকালে উপজেলার চর কামারিয়া স্কুল মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।