গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা শাখা নদী বেলকা খেয়াঘাটে নির্মিত প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে আর সিসি পিলারের উপর কাঠের ব্রীজটি চালুর মাত্র এক মাসের মধ্যে দেবে যাওয়ার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দীর্ঘ প্রায় দুই মাসেও আলোর মুখ দেখছে না। ব্রীজটি দেবে যাওয়ার বিষয়টি গত ২৬ জুন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হলে ঐ তারিখেই উপজেলা নির্বাহী অফিসার ব্রীজটি দেবে যাওয়ার কারণ অনুসন্ধানে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কারিগরি তদন্ত টিম গঠন করেন। পরবর্তীতে গাইবান্ধা জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কে আহ্বায়ক করে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করলে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গঠিত তদন্ত কমিটি নিস্ক্রিয় হয়ে পড়ে। জেলা প্রশাসক কর্তৃক গঠিত তদন্ত কমিটি ব্রীজটি পরিদর্শন করলেও আজও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এতে করে সাধারণ মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক গঠিত তদন্ত কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সদস্য জানান গত ১৬ জুন/২২ ইং উপজেলা পরিষদের মাসিক সভায় ২০২২-২৩ অর্থ বছরে এডিবি ও রাজস্ব উন্নয়ন তহবিলের অর্থে অগ্রাধিকার প্রকল্প হিসাবে টেন্ডারের মাধ্যমে ব্রীজটি নির্মাণের জন্য ২৬ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ দেয়। এরই প্রেক্ষিতে ২৯ মার্চ/২৩ ইং তারিখে ব্রীজটি নির্মাণের জন্য ২৮ লাখ ৯৫ হাজার টাকার চূড়ান্ত প্রাক্কলন প্রস্তুত ও অনুমোদন করা হয়। পরে ৫ এপ্রিল/২৩ ইং দরপত্র গৃহিত হলে ৯ এপ্রিল/২৩ লটারীর মাধ্যমে ২৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকায় ২৭ এপ্রিল/২৩ ইং ঠিকাদারি প্রতিষ্ঠান শাহানুর ইসলাম (ছানা) সাঘাটা, গাইবান্ধার সাথে তৎকালীন উপজেলা প্রকৌশলী ছামছুল আরেফীন খান (বর্তমানে ঢাকা প্রধান কার্যালয়ে কর্মরত) এর সাথে চুক্তিবদ্ধ হয়। পরবর্তীতে ১৮ জুন/২৩ ইং তারিখে ব্রীজটি নির্মাণ না হলেও চূড়ান্ত বিল প্রদান করা হয়। এ ছাড়া ব্রীজটি নির্মাণের জন্য কোন প্রকার ডিজাইন করা হয়নি এবং কোন প্রকার পাইলিং প্রদান করা হয়নি। খেয়াঘাটের খালের স্রােত বিবেচনা না করেই এত স্বল্প খরচে আরসিসি ব্রীজ নির্মাণ করা যৌক্তিক হয়নি। এদিকে স্প্যায়ার দৈর্ঘ্য ৫.২৫ মিটার হওয়ায় স্রােতের কারণে ব্রীজের স্প্যায়ারে (পিলার) কচুরিপানা আটকে যাওয়ায় স্প্যায়ারের বেইজে ঘুর্ণন বেগের সৃষ্টি হয়। ফলে পিলারের নিচের মাটি সরে যাওয়ায় ১০৫ মিটার দীর্ঘ ও ১.৩ মিটার প্রস্থের ব্রীজটির ৬টি পিলার দেবে যায়। বর্তমানে ব্রীজটি চলাচলের জন্য বন্ধ করে দেয়া হলে শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এনিয়ে উপজেলা প্রকৌশলী আবদুল মান্নাফ বলেন শুকনো মৌসুম না আসলে বা তদন্ত কমিটির প্রতিবেদন যতক্ষণ পাওয়া যায়নি সে পর্যন্ত ব্রীজটির দেবে যাওয়ার ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান জেলা প্রশাসক কর্তৃক তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে যতদুর জেনেছি তদন্ত কমিটি অভিযুক্ত ব্যক্তিগণকে স্ব-শরীরে হাজির হয়ে ব্রীজটির ব্যাপারে ব্যাখ্যা দেয়ার জন্য তলব করা হয়েছে।