কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী ও নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরীর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহম্মদ ভূঁইয়া ও উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার, লোকমান হোসেন ভূঁইয়া, নাছির উদ্দিন ভূঁইয়া, জহিরুল কাইয়ুম ভূঁইয়া, পৌরসভা আহ্বায়ক আবদুল বাতেন মেম্বার, সদস্য সচিব আবদুল কাদের জিলানী, মক্রবপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, মৌকরা ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি মামুন খান, রায়কোট উত্তর আহ্বায়ক হায়াতুন নবী, সদস্য সচিব মনির মোল্লা, আদ্রা দক্ষিণ সভাপতি মাস্টার আবদুস সাত্তার মজুমদার স্বপন, সেক্রেটারি লাইজু ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি শহিদুল উল্লাহ ভূঁইয়া, হেসাখাল বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মানিক, বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি আবদুল হক, জোড্ডা পূর্ব ইউনিয়ন সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক সুমন, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, সেক্রেটারি ফরিদ আহম্মেদ, ঢালুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল মমিন, দৌলখাঁড় ইউনিয়ন সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, জেলা যুবদল সাবেক সহধর্মবিষয়ক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাহিন, উপজেলা যুবদল নেতা কবির খান, উপজেলা মৎসজীবিদল সভাপতি আনোয়ার উল্লাহ মিয়াজী, উপজেলা শ্রমিকদল সভাপতি সাঈদ ইকবাল, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর কৃষকদল সভাপতি নুরুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা আবদুল মমিন, আমীর হামজা মুন্না, পৌরসভা ছাত্রদল নেতা হারুনুর রশিদ, ফরহাদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার, থানা অফিসার ইনচার্জ ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ একে অপরকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।