কুড়িগ্রামের নাগেশ্বরীতে লিজ নেয়া মাধাইখাল বিলের মাছ হরিলুট করেছে দুর্বৃত্তরা। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষিরা। মৎস্য চাষিরা জানান উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের মাধাইখাল বিলটি “মাধাইখাল মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড” কর্তৃক লিজ নিয়ে মাছ চাষ করে সংসার চালান সেখানকার অনেক মৎস্যজীবি পরিবার। এরইমধ্যে গেলো বন্যায় অনেক মাছ বের হয়ে যায়। এছাড়াও সরকার পতনের পরদিন ৬ আগস্ট মাধাইখাল বিলে নেমে বিভিন্ন জাল দিয়ে মাছ ধরে হরিলুট করে নিয়ে যায় এবং জাল পুড়িয়ে ফেলে দুর্বৃত্তরা। সবমিলে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মৎস্যজীবিরা।
মৎস্যজীবি আবদুল মজিদ, নূর ইসলাম, শহিদুল ইসলাম, মোবারক আলী জানায় প্রায় আড়াই বছর আগে প্রতি বছর ২১ লাখ ১২ হাজার টাকায় বিনিময়ে ৫ বছরের জন্য মাধাইখান বিল লিজ নিয়ে আড়াই বছর ধরে মাছ চাষ করে আসছেন তারা। এরইমধ্যে গেলো বন্যায় বেশকিছু মাছ বের হয়ে ক্ষতির মুখে পড়েন তারা। প্রাকৃতিক দুর্যোগের এই ক্ষতি পুষিয়ে উঠতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বিলে দিনরাত পরিশ্রম করে আসছিলেন মৎস্যজীবিরা। কিন্তু গেলো ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরদিনই লুট হয়ে যায় তাদের স্বপ্ন। দুর্বৃত্তদের মাছ হরিলুটে অনেকটা নিঃস্ব অবস্থায় চোখে মুখে নেমে আসে অন্ধকারের কালো ছায়া। তারা জানান ধারদেনা করে প্রতিবছর বিলে মাছ ছাড়তে হয় তাদের। এই মাছ বড় হলে তা বিক্রি করে ধারদেনা পরিশোধসহ সংসারের খরচ যোগাতে হয় তাদের। কিন্তু দুর্ভাগ্য, দুর্বৃত্তরা মাছ হরিলুট করায় এখন বিলে মাছের দেখা মেলে না খুব একটা। ফলে পথে বসার আসঙ্কা করছেন এই মৎস্যজীবিরা। এ অবস্থায় স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে থাকতে হবে তাদের। তাই ক্ষতিপুরণ চেয়ে বর্তমান অন্তর্বতীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এই দরিদ্র মৎস্যজীবিরা।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে কোনো প্রকার সুযোগ আসলে তাদেরকে সহযোগিতা করা হবে।