অবশেষে নড়াইলের লোহাগড়া পৌরসভার অচলাবস্থা, অনিয়ম, স্থবিরতা ভাঙছে।
লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিঠুন মৈত্র প্রশাসক হিসাবে ১৯আগষ্ট দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রশাসকের অফিস রুমে ২১ আগস্ট পৌরসভার কাউন্সিলর ও স্ট্যাফদের সাথে সৌজন্য সাক্ষাত করেন নবনিযুক্ত প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তফিকুল আলম,উপসহকারী প্রকৌশলী রতন কুমার, প্যানেল মেয়র বিশ্বনাথ দাস ভুন্ডুল, প্যানেল মেয়র সৈয়দ শাহাজান সিরাজ বিদ্যুৎ, প্যানেল মেয়র রাজিয়া সুলতানা বিউটি, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন ভুঁইয়া, মোঃ সাহিদুর রহমান সাবু, মিলু শরীফ, মোঃ আনিসুর রহমান,, মোঃ ফারুক শেখ, মোঃ উজ্বল, মোঃ পলাশ, ইয়াসমিন নাহার প্রমুখ।
স্থানীয়দের ধারনা নতুন প্রশাসক নিযুক্ত হওয়ায় পৌরসভায় কাজের গতি ফিরবে। স্বাধীনভাবে কর্মকর্তা ও কাউন্সিলররা তাদের কাজ করতে পারবে। নাগরিক সেবা পেতে হয়রানির শিকার হবে না কেউ। সব এলাকার সম উন্নয়ন কাজ হবে।