বাগেরহাটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা ও তার দোষরদের বিচারের দাবিতে জেলা যুবদলের ব্যানারে আলাদা ভাবে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা।
বুধবার দুপুরে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
অন্যদিকে জেলা যুবদলের নেতা আইয়ুব আলী মোল্লা বাবুর নেতৃত্বে শহরের পুরাতন বাজার মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মিছিলটি পুনরায় পুরাতন বাজার মোড় এলাকায় গিয়ে সমাবেশ করে। মিছিল ও সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গেল ১৬ বছরে বিভিন্ন গুম, ও খুনসহ দূর্নীতি, স্বেচ্ছাচারিতার সাথে জড়িত থাকার অভিযোগে বিচার করার দাবী জানান।