যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, বিএ-৬৮৫৪ লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় গত ২০ আগস্ট বেনাপোল বিওপি’র একটি চৌকশ টহল দল কর্তৃক নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন বেনাপোল দুর্গাপুর রোড এর উপর মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ৩৫,৮১,৮৬২ (পয়ত্রিশ লক্ষ একাশি হাজার আটশত বাষট্টি টাকা) মূল্যের ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল আটক করে। ২১ আগস্ট ২০২৪ তারিখেও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর নামক স্থানে যশোর বেনাপোল হাইওয়ের রোডের বাম পাশে মালিক বিহীন পরিত্যাক্ত অবস্থায় ২,৮৬,০০,০০০/- টাকা মূল্যের ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩,১২,০০,০০০/- টাকা মূল্যের ০৩ বোতল খঝউ (খুংবৎমরপ অপরফ উরবঃযুষধসরফব) (প্রতি বোতল ১০০ এমএল) আটক করে।
এছাড়াও, ২১ আগস্ট ২০২৪ তারিখে বেনাপোল বিওপি’র অধিনস্থ আমড়াখালী চেকপোষ্টের একটি চৌকশ টহল দল কর্তৃক ০১ জন আসামীসহ ২৫০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদক, ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে, বেনাপোল বিওপির টহলদল কর্তৃক ওই স্থানে অভিযান পরিচালনা করলে চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় ৫১ বোতল বিভিন্ন প্রকার কেমিক্যাল, ০.৫৭০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩ বোতল খঝউ (খুংবৎমরপ অপরফ উরবঃযুষধসরফব) আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৬,৩২,৮১,৮৬২/- (ছয় কোটি বত্রিশ লক্ষ একাশি হজার আটশত বাষট্টি টাকা) মাত্র