দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে সবুজ ঘেরা আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কাহারোল উপজেলার আমন চাষিরা। গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে আমন চাষিরা আমন ধান পরিচর্যা করছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে আমন চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে, ১৫ হাজার ৩শত ৪০ হেক্টর। লক্ষ্যমাত্রা ছড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ আশা করছেন। কাহারোল উপজেলা চকমহরম গ্রামের কৃষক সবুজ জানায়, এবার তিনি ৪ একর জমিতে আমন চাষ করেছেন, তার মধ্যে ১ একর জমিতে ৫১ জাতের ধান লাগিয়েছেন। বর্তমানে জমিতে আগাছা হয়েছে তাই শ্রমিক নিয়ে আগাছা পরিষ্কার করা হচ্ছে। একই এলাকার কৃষক হবিবর বলেন, বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় অন্যন্যা বছরের তুলনায় প্রকার আক্রমণ কম। উপজেলার ঈশ্বরগ্রাম গ্রামের কৃষক ফারুক জানায়, তিনি এবার ৫ বিঘা জমিতে আমন চাষ করেছেন। বর্তমানে ধানের গাছগুলি বড় হয়ে উঠেছে এবং আগাছা পরিস্কার করা হচ্ছে।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, বর্তমানে আবওহাওয়া অনুকূলে রয়েছে। কৃষকদের আগাছা দমনের জন্য জমিতে নিরানি দেওয়ার জন্য বলা হচ্ছে। কৃষি বিভাগ কৃষকদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।