বগুড়ায় ২১ আগস্ট বিডিআর সদস্যদের চাকুরীতে পূন:বহাল জন্য মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য ও তাদের পরিবার-পরিজনেরা। বিডিআর কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়ক জিয়াউর হক জিয়া জানান, তথাকথিত একটি মহল প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য বাংলাদেশ রাইফেলস্ এর সেনা অফিসার দ্বারা সু-পরিচালিত একটি সু-শৃঙ্খল শক্তিশালী সীমান্তরক্ষী বাহিনী। যার প্রমান পাদুকা, বেলুনিয়া ও বড়াইবাড়ী সীমান্তে প্রতিপক্ষ ভারত সীমান্তরক্ষী (বিএসএফ) বিডিআর ক্যাম্পে হামলা করলে বিডিআর এর সাথে যুদ্ধে পরাস্থ হয়ে পশ্চাৎগমন করতে বাধ্য হয়। যাতে করে আন্তর্জাতিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিকৃষ্ট ও ঘৃনীত হয়ে পড়ে। এর জের ধরে বিডিআর এ নিয়োগকৃত বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত চৌকশ, মেধাবী ও নিষ্ঠাবান সেনা অফিসারদেরকে হত্যার মাধ্যমে সেনা বাহিনীকে ধ্বংস করার এবং বিডিআর এর শক্তি মনোবল স্ব-মূলে ধ্বংস করার জন্য প্রতিহিংসা পরায়ন হয়ে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে প্রত্যক্ষমদদে গত ২৫ ও ২৬শে ফেব্রুয়ারী ২০০৯ সালে পিলখানার ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে মিথ্যা মামলায় বানোয়াট, ভিত্তিহীন ভাবে বিডিআর বাহিনীর হাজার হাজার সদস্যকে মিথ্যা বিদ্রোহের নামে জড়িত করে জেল পরিমানা এবং কল্পনাপ্রসূত তদন্তের মাধ্যমে ওই ঘটনার দ্বায়ভার নির্দোষ বিডিআরদের উপর চাপিয়ে দিয়ে তথাকথিত বিদ্রোহের নামে আমাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও চাকুরীচ্যূত করেন। যাহা বাংলাদেশ রাইফেলস্ এ্যাক্ট ১৯৭২ এর পরিপন্থী। ওই নৃশংস হত্যাকান্ডের সাথে বিডিআর সদস্যরা জড়িত নহে, যাহা বিভিন্ন পত্র, পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং সম্প্রতি হত্যার শিকার শহীদ সেনা পরিবার বর্গের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত হয়ে আসছে, পিলখানায় কোন বিদ্রোহ হয় নাই সেদিন হয়েছিল তৎকালীন সরকারের পরিকল্পিত হত্যাকান্ড। ওই হত্যাকান্ডের পুন:তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবী জানায়। সেই সাথে বন্দী বিডিআরদের মুক্তি সহ নির্দোষ বিডিআর সদস্যদের চাকুরীতে পুন:বহালের আবেদন এবং ৭৬ তম রিক্রুটিং ব্যাচ কে পুনরায় মৌলিক প্রশিক্ষনের মাধ্যমে পূন:নিয়োগের দাবী জানায়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বগুড়ার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।